Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

সাম্প্রতিক অর্জনঃ জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার এর কার্যালয় লালমনিরহাটকে সম্পূর্ণভাবে iBAS++ পদ্ধতিতে সমন্বিতভাবে ইন্টারনেট ভিত্তিক বাজেটিং ও একাউন্টিং কার্যক্রম এর আওতায় আনা হয়েছে। জাতীয় বেতন স্কেল-২০১৫ এর আওতায় সকল কর্মকর্তা কর্মচারীর বেতন ও সম্মানিত পেনশনভোগীগণের পেনশন Online এ নির্ধারণ করা হয়েছে। Online বেতন ও পেনশন নির্ধারণ কার্যক্রমের মাধ্যমে সকল সরকারি চকুরিজীবি ও পেনশনভোগীর পরিপূর্ণ ডাটাবেজ প্রস্তুত করা হয়েছে। সিটিজেন চার্টার ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তির লক্ষ্যমাত্রা অনুযায়ী কর্মকর্তা কর্মচারিদের বেতন বিলসহ অন্যান্য আনুষংগিক বিলসমূহ যথাসময়ে নিষ্পত্তি করা হচ্ছে। বর্তমানে Electronic Fund Transfer (EFT) পদ্ধতিতে সকল পর্যায়ের সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা পরিশোধ করা হচ্ছে। ডিএএফও/লালমনিরহাট কার্যালয়ের নিরীক্ষাধীন সকল কর্মকর্তা কর্মচারির বেতন ভাতা Online এ দাখিল কার্যক্রম চলমান আছে। এছাড়া প্রায় শতভাগ জিপিএফ ব্যবস্থাপনা অটোমেশন প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। সরকারি প্রাপ্তির ক্ষেত্রে A-Chalan পদ্ধতির প্রবর্তন করা হয়েছে এবং সরকারি দায় পারিশোধের ক্ষেত্রে ডিএএফও/লালমনিরহাট পে-পয়েন্টে MICR চেক চালু করা হয়েছে। বর্তমানে EFT পদ্ধতিতে শতভাগ পেনশনভোগীদের মাসিক পেনশন স্ব স্ব ব্যাংক একাউন্টের মাধ্যমে পরিশোধ করা হচ্ছে এবং পেনশনারগনের Live Verification Online এবং Pensioner Verification Apps এর মাধ্যমে চলমান আছে।