জেলা হিসাব রক্ষণঅফিস,লালমনিরহাটজেলার কালেক্টরেটভবনেরদক্ষিণ পার্শ্বের ভবনের নিচের তলায়অবস্থিত। এটি গণপ্রজাতন্ত্রীবাংলাদেশ সরকারেরঅর্থ মন্ত্রণালয়ের বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের আওতাধীন। হিসাব মহা নিয়ন্ত্রক এর কার্যালয়ের প্রতিনিধিত্বকারী জেলা পর্যায়ের একটি কার্যালয়।জেলাহিসাব রক্ষণঅফিসারএই কার্যালয়ের প্রধান হিসেবেদায়িত্বপালন করেন । হিসাব রক্ষণঅফিসার বলিতে হিসাব মহা নিয়ন্ত্রকের অধীন কোন অফিসারকে বুঝায় যথাঃ প্রধান হিসাব রক্ষণ অফিসার, ডিভিশনাল কন্ট্রোনার অব একাউন্টস, জেলাহিসাব রক্ষণঅফিসার, উপজেলাহিসাব রক্ষণঅফিসার এবং হিসাব রক্ষণঅফিসারের কর্ম নির্বাহের বিষয়ে ক্ষমতা প্রাপ্ত অন্য কোন কর্মকর্তা। জেলা বলিতে সেই এলাকাকে বুঝায় যে এলাকায় ক্ষেত্র মতে একজন জেলাহিসাব রক্ষণঅফিসার কাজ করেন।সরকারের হিসাব বলিতে সংবিধানের ৮৪ অনুচ্ছেদে সংজ্ঞায়িত সংযুক্ত তহবিল এবং প্রজাতন্ত্রের হিসাব সমন্বয়ে গঠিত হিসাবকে বুঝায়। জেলাহিসাব রক্ষণঅফিসার এই বিধিমালার দ্বারা কিংবা ইহার অধীনে নির্ধারিত পদ্ধতি যথাযথভাবে প্রতিপালন এবং সরকার মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক হিসাব মহা নিয়ন্ত্রক সংশ্লিষ্ট প্রধান হিসাব রক্ষন কর্মকর্তা এর নিকট যথাসময়ে হিসাব এবং সকল প্রকার রিপোর্ট/রির্টান পেশ করার জন্য দায়ী থাকিবেন।ব্যাংক কর্তৃক প্রদর্শিত মাসিক ক্যাশ ব্যালেন্স হিসাব মহা নিয়ন্ত্রকের সহিত সরকার কর্তৃক নির্ধারিত উপায়ে প্রত্যায়ন করার এবং ঐ ব্যালেন্সের মাসিক হিসাব হিসাব মহা নিয়ন্ত্রক কর্তৃক নির্ধারিত ছকে কম্পিউটারের/ ইন্টারনেটের মাধ্যমে পেশ করার দায়িত্ব জেলাহিসাব রক্ষণঅফিসারের।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS